মৌসুমী,
তুমি এসেছো!
অধীর আগ্রহে তৃষ্ণার্ত চাতক
তোমার পরশে জ্বালা জুড়োবে
উষ্ণ বাতাস শীতল হবে
তোমার ছোয়ায়।
মৌসুমী,
তুমি থাকবে তো?
নাকি হৃদয়ে দোলা দিয়ে
চলে যাবে অন্যের বুকে...
আমরা বরণ করে নিয়েছি
পাবার আশায়।
মৌসুমী,
জানি তুমি রবেনা স্থায়ী
তোমার স্থায়িত্ব অন্যের ঈর্ষা,
কটুক্তি আর বিরক্তির কারণ,
তাই তুমি বিদায় নেবেই
তুমি যে অভিমানী।
মৌসুমী,
যে ক’দিন থাকো
ভরিয়ে দাও তৃষ্ণার্ত হৃদয়
এই ধরিত্রীর ফাটা বুক
তোমার স্পর্শে চনমনে হবো
প্রাণ পাবো জানি।
রচনাকালঃ ১৬/০৬/২০১৫