সত্যিরা চাপা পড়ে আছে
জানি একদিন জেগে উঠবে ঠিকই
অশরীরি সত্যের আত্মারা,
ভয়ংকর হয়ে উঠবে সেদিন।
পালানোর পথ পাবেনা দুরাত্মারা।
অস্থিগুলো রেখে দাও সযত্নে,
প্রতিদিন প্রদীপ জ্বালো কবরে
একদিন ঠিক পূর্ণ হবেই মনষ্কাম।
জেগে উঠবে ঘুমিয়ে থাকা সত্যেরা
দুষ্টের দমনে, তোমার পাশে।
রচনাকালঃ ১৪/০৬/২০১৫