দেখছি শুনছি চলছি বেশ
টিভির পর্দায় জলসা রেশ
    ধারাবাহিকের ঠ্যালা
    জীবন ঝালাফালা
সন্ধ্যে হলেই ডুবছে দেশ।



রচনাকাল : ১৩/০৬/২০১৫