কিছু রঙ আর ভালো লাগেনা এখন
অপবিত্র মনে হয়, যখনই দেখি
লাল নীল সবুজ হলুদ সর্বক্ষণ
দাপিয়ে বেড়ায়। পোশাকের নীচে মেকি।
সাজানো গোছানো রঙেরা খেলায় মাতে
সাধারণের মন ও প্রাণ নিয়ে। তারা
তারকা হতে চায় এই বসুন্ধরাতে।
সর্বশান্ত নেই রাজ্যেরই বাসিন্দারা।

ত্রিবর্ণ পতাকা রঙীন রক্তে রাঙানো
বর্ণেরা এলোমেলো রঙের অত্যাচারে
সদ্যজাত শিশুর লাল রঙ দেখানো
নিষেদ করে হুমকী দিয়েছে রঙেরে।
রঙ মেখে সব সঙ সেজে অধিপতি
দাপিয়ে বেড়ায় অসাধু সমাজপতি।



রচনাকালঃ ১১/০৬/২০১৫