আবার কবে বন্ধু হবে
দুটি মন ফুল ফোটাবে
থাকছি আমি আশায়,
সহজ সরল কেউ ছিলনা
ভালোবাসা প্রাণ পেলনা
শব্দ যোগের ভাষায়।

বাঁকা কথা কাটাকাটি
পলে পলে জগড়াঝাটি
নিত্য দিনের সঙ্গী,
পাশ কাটিয়ে চলে যাওয়া
দেখেও না দেখতে পাওয়া
মুখ বাঁকানো ভঙ্গী।

কত ভালো বন্ধু ছিলাম
পৃথক হয়ে কী যে পেলাম!
হৃদয় হীন জীবন,
কালের জলে ভেসে গেল
দোষীরা সব সাজা পেল
কলঙ্কদের মরণ।

ভাবছি সবই বদলে যাবে
মিথ্যেরা সব পথ পালাবে
হাত ধরবো দু’জন,
আর কখনো বিবাদ নয়
শত্রু নয় বন্ধু চাই
যেমন ছিলাম সুজন।


রচনাকালঃ ১০/০৬/২০১৫