তোমারই পূন্যে এসেছি ধরাতে
তোমারই আশিষে বেড়েছি,
তোমার ক্রোড়ে দুলেছি বাল্যে
তোমারই অঙ্গে খেলেছি।
তুমিই আমার বিশ্বপিতা
আমার চলার দিশা,
তোমার পরশে ধন্য আমি
নিন্দুকেরও ঈর্ষা।
তোমার হস্ত রইবে জানি
আমার মথার উপর,
বিপদে আপদে দেখাবে পথ
দূর্গম বা শিখর।
শ্বাস বায়ুতে থাকবে তুমি
আমার হৃদয় জুড়ে,
ভুল পথে বাড়ালে পা
আমায় দিওনা ছেড়ে।
সারা জীবন চলতে চাই
তোমার দেখানো পথ,
উড়িয়ে ধ্বজা চলে যেন
তোমার বিজয় রথ।