কাল সকাল হবে তো?
প্রতিদিন একটাই ভয়
কখন হারিয়ে ফেলবো পৈত্রিক প্রাণ!
সযত্নে লালিত, দেহ পড়ে থাকবে...
কখনো দেখিনি এ কে ফরটি সেভেন
টিভিতে দেখেছি পেটো
আত্মঘাতির পেটে বাঁধা বোমা।
পুলিশের কোমরে পিস্তল
হাতে নিয়ে দেখিনি কখনো
কিন্তু লাশ দেখেছি অনেকবার,
অগনিত অসংখ্য তরতাজা লাশ!
ছিন্ন মস্তক, ছিন্নভিন্ন ক্ষত-বিক্ষত মুখ।
হাসপাতালের বেডে দেখেছি
ভোজালিতে তলপেট কাটা লাশ!
অফিস আর বাড়ি
বাড়ি আর অফিস...
ছাপোশা কেরানি বা মাছি মারা কেরানি
কোনটাতেই আপত্তি নেই আমার।
দুগগা দুগগা নাম শুনে বাড়ির বাইরে যাই
ফিরি ঢিব ঢিব বুকে
একটু বিশ্রামের চেষ্টা করি,
জীবন্ত লাশ হয়ে, ভয় হয়
কাল সকাল হবে তো!
রচনাকালঃ ০৬/০৬/২০১৫