ওহংকার নেই
সেটাই কি আমার দুর্বলতা!
ঔদ্ধ্যত্ত আমার আসেনা।
কমনীয়তা জন্ম থেকেই।
শিখেছি শুধু বিনয়ী হতে।
ধুলো ও ঘাসের প্রেম আছে
নাইবা পেলাম বনস্পতির ছায়া,
পর্ণকুঠিরে চাঁদের আলো পৌছায়।
জট পাকাতে চাইনা আমি
রাস্তার পাশে ভেজা চাঁদ আর
অন্ধকারে থাকা প্রদীপ
আমার নিত্য সঙ্গী।
আমি নিষ্ফল হতাশের দলেই থাকবো।
অহংকার আমার আসেনা।
রচনাকালঃ ০৪/০৬/২০১৫