বৃষ্টি আর আসেনা
কতবার চিঠি লিখেছি
উষ্ণ বাতাসের কাছে
বৃষ্টিকে পাঠাও...।
মনে পড়ে সেইসব
বৃষ্টি ভেজা দিনের কথা।
কতবার বৃষ্টির শরীর
ধরে শীতল করেছি।
আবার স্বাগত জানিয়েছি
বিদায় দিয়েছি প্রসন্ন চিত্তে।
আজ বড় অভিমানী
শত ডাকেও সাড়া নেই
বৃষ্টি ... তুমি এসো
জুড়িয়ে দাও সব
শরীরের দহন জ্বালা।
রচনাকালঃ ৩০/০৫/২০১৫