আজকাল আইন কত অসহায়!
রাজনীতির জাঁতাকলে পিষ্ঠ
বিচারক আছে, বিচার-?
তদন্ত চলছে
মুখ খোলা বারণ।
নেতারা সবাই মহানুভব
সদা হাসিমুখ,
নম্র-ভদ্র মিষ্টভাষী।
সমাজের অগ্নিহোত্রী!
তর্জনী হেলনে চলে সংসার।
বিচার!
তদন্ত কমিশনের ফাইল বন্দী
বিচারক অসহায়,
‘বন্দুকের নলই ক্ষমতার উৎস’
চুকে গেছে পৃথিবীর মোহ
বিদায় নিয়েছে ন্যায়ের আত্মারা।
অলিতে গলিতে বাসা বেঁধেছে
তীব্র বিসাক্ত কীটেরা
সমাজ সন্ত্রাস তাদের ক্যাম্পাস।
আইন অসহায়,
কালো কাপড়ে চোঁখ বাঁধা
‘বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে’।
রচনাকালঃ ১৬/০৩/২০১৫