আজকাল বাইপাশ সার্জারী হচ্ছে খুব
হৃদয় যন্ত্রের সচলতার জন্য।
ডাক্তারেরা নাকি ভগবান!
মুমুর্ষকে প্রাণ ফিরিয়ে দেয়
যমের কাছ থেকে কেড়ে নিয়ে।
সাপের মুখে আঘাত...
ব্যাঙ-এর মুখে চুমু খায় কিনা জানা নেই
নোটের বাণ্ডিল খায় মুঠো মুঠো।
কিন্তু এরপর কি হবে?
মানুষের হার্ট তো আর থাকছে না।
জন্ম থেকেই হার্টলেস।
হৃদয়হীন ডাক্তারের কাছে
বাইপাশ করাবে হৃদয়হীনেরা।
শুধু দেখার অপেক্ষা-
এরপর কী হয়!
রচনাকালঃ ৩০/০৩/২০১৫