আমিত্ব অসাড় হোক।
নিদ্রা লেপটানো আখিতে
ঠাণ্ডা জলের ঝাপটা দাও।
বিবর্তন নয়, কোরাস গাইতে হবে।

শাণিত আছে পরশুরামের কুঠার,
খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে
কাক ভোরে ছুটতে হবে
সূর্যের সাথে-মৃত্যুকে সঙ্গে নিয়ে।

বিবেকের আলোকে বেরিয়ে এসো
হিংস্র নেকড়ের মতো
ক্ষত বিক্ষত করো
নরম মাংস লোভীর
মুহুর্তের লালসা।

পেছন ফিরে দেখবে
অসংখ্য সাবাস!
কোরাস গাইবার জন্য
প্রস্তুত জনতা।


রচনাকালঃ ২১/০৩/২৫০১৫