রক্ত চক্ষু ছুটে চলেছে দূরন্ত গতিতে
গল্পের গরু গাছে উঠেছে অনেকবার।
রক্ত রাঙা পতাকা উড়েছে শহিদ বেদীতে
ভোরের আলো লাশ গুনেছে বারংবার।
একদিকে চাঁদের বুড়ি
অন্য দিকে ঘণ্টা
জঙ্গলে রাত কেটেছে
ঘরে পড়ে প্রাণটা।
পথ বলেছে সামনে যেতে জীবন নিয়ে হাতে
মন চেয়েছে মায়ের কাপড় মাথায় তুলে হাটবার
কবে যে মা দু’মুঠো ভাত দিয়েছিল পাতে
এখনো কি চোখের জলে আচঁল ভেজে মা’র।
মেয়ের কোলে শুয়ে শুয়ে
গুণেছি কত তারা
ঘুম পাড়ানি গান শুনেছি
সে কোল এখন হারা।
দূরন্ত গতিতে ছুটছি মায়ের গ্লানী মুছতে
আমরা যে সাহসী ছেলে সেটাই মায়ের অহংকার
তাড়িয়ে শত্রু থাকবো মায়ের আচঁলেতে
করজোড়ে মায়ের পায়ে করছি সবে অঙ্গীকার।