ছন্দ যদি মন্দ হয়
গন্ধ হবে খাতা
বন্ধ থেকে অন্ধ হবে
খুলবেনা পাতা।
লেখা যদি দেখা হয়
শেখা হয় কিছু
ভুখা থেকে লেখা হলে
মান হয় নীচু।
তাই বলি ভাই ওরে
যাই তুমি পড়ো
হাই তুলে সবটাই
পড়ে তবে ছাড়ো।
ধরা বাঁধা ছড়া লেখা
পারা যদি যায়
খরা সব সুরা হবে
সব লেখাটাই।
* ছন্দঃ স্বরবৃত্ত *
রচনাকালঃ ১৫/০৫/২০১৫