জন্ম নিলে মরতে হবে
সকলেই তা জানি,
তবু কেন বাচাঁর তরে
এত হয়রানি।

খালি হাতে এসেছি
যাব খালি হাতে,
ধনধান্যের তরে কেন
মানুষ এত মাতে।

শ্মশান সঙ্গী হয়না কেউ
জীবন অন্তিম কালে
তবুও সঙ্গীর তরে মোরা
সকালে বিকালে।

মার দাঙ্গা হানা হানি
কেন সবাই করি?
খাতার পাতা সাঙ্গ হলে
বলবে হরি হরি।