মানুষ বড়ো একলা আজ
ভীষণভাবে একলা।
বাতাস ভারী , মানুষের মান্নায়
অন্ধকার গলি থেকে রাজপথ
গ্রামের ঝোপঝার, পর্ণকুঠির কিম্বা
বহুতলের চিলেকোঠা
একটাই হা-হুতাশ।
হাই ভোল্টেজ বিদ্যুতের তারে
বসে থাকে সারি বদ্ধ বিহঙ্গ,
দেখতে থাকে মানুষের অসুখ।
ভালোবাসা ঝরে গেছে
বসন্তের পাতা ঝরার মতো।
এক পশলা বৃষ্টি চাই
আর অশ্রু বারি নয়
বরফ গলা জল নয়
ঝরণার সুশীতল নীর নয়
হঠাৎ উড়ে আসা
মেঘ ভাঙা বৃষ্টি চাই।
সেই বৃষ্টিতে মুছে যাবে
অশ্রুজলের দাগ।
আবার গজিয়ে উঠবে
সবুজ পৃথিবী আর
গোষ্ঠিবদ্ধ মানুষ।


রচনাকালঃ ১২/০৩/২০১৫