এক গ্যালোন প্রতিবাদ
ছেড়ে দিলাম সাগরে,
উত্তাল ঢেউয়ের সাথে
পৌছে যাক দেশান্তরে।
অশান্ত ঢেউগুলি
তটে আছাড় খাবে
আর জন্ম দেবে
প্রতিবাদের ভাষা।
কোন অশুভ শক্তি
আটকাতে পারবেনা
ভাসিয়ে দেবে
নাগরিক নর্দমা।
প্রতিটি ঢেউ
বুকের জ্বালা মেটাবে।
প্রতিবাদ হয়ে বর্ষিত হবে
জন সমক্ষে।
শান্ত হলে স্বাগত জানাবে
নতুন বর্ণ,
নতুন সূর্য।




রচনাকাল : ০৯/০৪/২০১৫