কালি নয়,
এবার অশ্রু ভরবো কলমে।
আর খাতায় নয়
এবার থেকে কবিতা আঁকবো
অশ্রু সিক্ত তুলি দিয়ে
তোমার শরীরের ভাজে ভাজে।
তুমি তো কোনদিন বোঝনি
আমার রং ঝরা
বেদনার্ত কালির আঁচড়-
তাই তোমার শরীরে এঁকে দেব
কবিতার যন্ত্রণা।
পলে পলে ক্ষণে ক্ষণে
অনুভব করবে
অব্যক্ত বেদনার ভাষা।
রচনাকাল : ০৭/০৪/২০১৫