কতটা ব্যাথা পাও
মাথা থেকে একটা কাঁচা চুল
টেনে তুলে নিলে?
কতটা যন্ত্রণা কাতর হও
পথের মাঝে হোচট খেলে,
পায়ের নখ উল্টে গেলে?
কতটা বিমর্ষ হও
যখন তোমার প্রিয়জন
তোমাকে ছেড়ে চলে যায়,
যে শূন্যতা চেপে বসে
তা কি কেউ ভরাতে পারে?
রচনাকাল : ১৪/০৩/২০১৫