কাটা ছেঁড়া হল বিস্তর
শরীরের গভীরে ক্ষত
ময়না তদন্তে জানা গেলনা ।
লাশ নিয়ে অভিলাশ!
সঙ্গীতের অন্তরা এখনও বাকী
এখনই শ্রাদ্ধ্যের আয়োজন!
মৃত্যুর কারণ জেনে কী হবে?
কারণের মৃত্যু হোক-
এই ধরিত্রী থেকে।
ময়না তদন্তের কাগজ...
যন্ত্রণা দেয়-আজীবন।
রচনাকালঃ ৩০/০৪/২০১৫