সরে দাঁড়াব কোথায়!
দাবানল গ্রাস করেছে
পুড়ে কয়লা হচ্ছে পশুরা
ছুটে বেড়াচ্ছে পিশাচেরা।
কোথায় লুকাবো-
স্বর্গ মর্ত্য পাতাল
কোথাও জায়গা হবে না
যন্ত্রের থেকেও
যন্ত্রনা অধিক।
গ্রাস করেছে সব রাজ্য
এক চিলিতে জায়গা নেই
লুকানোর জন্য।
রচনাকালঃ ২৯/০৪/২০১৫