তবে তাই হবে
তোমার ইচ্ছেরা ঘুরে বেড়াবে
আমার বসত ঘরে।
দূরনিয়ন্ত্রকের ঈশারায় চলবো
যন্ত্রের যান্ত্রিকতায়।
পর্দাটা সরিয়ে দিও
একচিলতে সাদা আলো
আমার নিথর হৃদয়কে
উষ্ণতায় ভরিয়ে দেবে।
পারলে একবার ঘুরে এসো
দেখে এসো আমার সৃষ্টিকে।
জ্বলে-পুড়ে সোনা হওয়া
আমার অমূল্য সৃষ্টি।
সবার থেকে সরে গিয়ে
নিজেকে আড়াল করা যায়-
কখনো আলাদা করা যায়না,
একটুকরো সাদা কাপড়
উড়িয়ে দিও আমার নামে
তোমার ইচ্ছে পূরণ হবে।
রচনাকালঃ ২৯/০৪/২০১৫