যা করছি বেশ করছি
চুপচাপ দেখে যান,
অনেক করেছেন আপনারা
এবার আমাদের পালা।
কী হবে ভ্রূ কুচকে!
প্রতিবাদ!
অনেক করেছিলাম
রাস্তা থেকে ফিরেছি অনেকবার
এবার আমরা ফেরাবো,
যা বলছি তাই করুণ
নইলে...
এক ছোবলেই ছবি।