২৫ শে এপ্রিল
উদ্দাম নৃত্যের চিত্রায়ণ,
জোড়া পুষ্প প্রদর্শনীর ক্যানভাস
কুয়োর জলে অবগাহণ
শীতল জলে ধৌত অবয়ব।
বিবেক সরিয়ে রেখে কর্মব্যস্ততা
ঈঙ্গীতের আভাসে ।
স্রোতে গা ভাসাতেই হবে
ছবি হতে চায়না কেউ।
নিঃসংকোচে বিছানা ভাগাভাগি।
সকলেই অবগত।
কেউ দেখেনি কোনকিছুই।
বন্ধনহীন বাতাসে আগুনের চুম্বন।
এলোমেলো করে দেয় মানষিকতা।
গভীরে ঢকার সাহস নেই
প্রকৃতিও অসহায়-নিরুপায়।
তাই সে ভূ-কম্পনে থর থর
ধবংসের ইতিহাস।
মুহূর্তের একতা
বিচ্ছিন্নতার সারাদিন।
রচনাকালঃ ২৭/০৪/২০১৫