কী সুদর্শন
প্রেম বর্ষণ
ভোট বাজারে।
পৌর ভোটে
মানুষ ছোটে
হাজারে হাজারে।

ভোট করতে
মরতে মরতে
এলাম দমদম।
পুরটা বস্তি
মানুষের মস্তি
মিশেছি হরদম।

মন্দিরে বসে
ফন্দিটা কষে
প্রস্তুত সবাই।
ভোট শান্তিতে
যত ক্লান্তিতে
কালকে জবাই।



রচনাকাল:২৪/০৪/২০১৫