তুমি বলেছিলে আসবে
তাই তোমার প্রতীক্ষায়
সুগন্ধি মেখেছি গায়ে,
ঘর সাজিয়ে পর্দা টেনে
প্রদীপ রেখেছি জ্বেলে।
এত দেরী কেন !
অপেক্ষা অপেক্ষা আর অপেক্ষা
অনেক তো খেলেছো
এবার ধরা দাও।
তোমার জন্য জুঁই এনেছি
গোলাপ রেখেছি আবডালে,
অশান্ত হৃদয় আর চঞ্চল শরীর
জোনাকিরা মিটি মিটি হাসে
আমাকে দেখে
অজানা খুশীতে মাতোয়ারা
রজনীগন্ধা।
সতীত্বের অহংঙ্কার নিয়ে বেঁচেছি
ব্যাকরণের নিয়ম ভাঙার পালা
শুধু তোমার জন্য।
রচনা কালঃ ১৮/০৩/২০১৫