ভুল ভাঙেনা
বারবার বুঝতে পারি
ভুল করছি
তবুও ভুল ভাঙেনা।
অদৃশ্য হাতছানি
ভুল পথে নিয়ে যায়।
নিরন্তর ভুলের পরিণাম-
মৃত্যু।
নিবিড় নিঃশব্দ উড়ান।
বুঝতে পারি-
কিন্তু ভুল ভাঙেনা!
কেন-কেন?