প্রতিদিন দেখছি নিজের মৃত্যুকে
খরস্রোতে নদীর ভয়ংঙ্কর পরিনতি।
অনেক স্বপ্নে ভাসিয়ে ছিলাম তরী
ছন্দবদ্ধতার প্রাচীন কৌশলে,
পালের সূহ্ম ছিদ্র চোখে পড়েনি,
পড়ার কথাও নয়,
আমি তো প্রেমে উন্মত্ত
কবিতা বাসা বেধেছিল হৃদয়ে।
শুখনো জীবন চাইনি আমি
তাই আশ্রুও কেড়েনিল বিধাতা।
ক্ষুধার তাড়নায় শুকনো অস্থি
চাবিয়ে চাবিয়ে মাড়ির রক্ত
পান করে স্বদেশী সারমেয়।
হে বিধাতা আমার হাড় গুলো
যেন পড়ে থাকে তাদের জন্য।
যখন ঝড় ওঠে,
দাড়টাকে শক্ত করে ধরে মাঝি,
যে মাঝির দাড় পলকা
সে প্রবল তুফানে কি করবে!
পালের না দেখা ছিদ্রপথে
বিষাক্ত বাতাস ঢুকে পড়ছে,
নুপূরের শব্দ, ছন্দের কবিতা-
পালিয়ে বেঁচেছে- আমাকে ফেলে।
মাঝ নদীতে শুধু আমি আর মৃত্যু।



রচনাকালঃ ১৭/০৩/২০১৫