ঘুড়ি ওড়েনা আর
শুধু ধুলো ওড়ে
পথে ঘাটে।
মাঠ ভরেছে কংক্রিটের দেওয়ালে,
তাই ঘুড়ি ওড়েনা এ যুগে।

ছোট্ট মেয়েটি পড়তে বসে
‘কে  ফর কাইট’
আটকে যায় ঘুড়ির ছবিতে
প্রশ্ন করে ঘুড়ি কি ?
যতই বোঝানো হয়-
বোঝেনা সে।
লাটাই যে আটকে পড়েছে
হাইভোল্টেজ বিদ্যুতের তারে!

সোঁ সোঁ বাতাস
পালিয়ে গেছে মরুতে
অভিমানে ভরপুর দক্ষিন হাওয়া
তীব্র বেগে ছুটে আসে
তুফান হয়ে।

তাই ঘুড়ি ওড়েনা আর।


রচনা কালঃ ১৫/০৩/২০১৫