মানুষ বড়ো একলা আজ
ভীষণ ভাবে একলা,
মানুষের কান্নায় বাতাস ভারী
অন্ধকার গলি থেকে
গ্রামের ঝোপ- ঝাড়
পর্ণকুঠির থেকে শুরু করে
বহুতলের চিলে কোঠা
একটাই হা-হুতাস!
হাই ভোল্টেজ বিদ্যুতে তারে
সারিবদ্ধ বসে থাকা বিহঙ্গ
দেখতে থাকে মানুষেড় অসুখ।
ভালোবাসা ঝরে গেছে
বসন্তের পাতা ঝরার মতো।
এক পশলা বৃষ্টি চাই
আর অশ্রুবারি নয়,
বরফ গলা জল নয়,
ঝরনার সুশীতল নীর নয়
হঠাৎ উড়ে আসা
মেঘ ভাঙ্গা বৃষ্টি চাই।
সেই বৃষ্টিতে মুছে যাক
মানুষের অশ্রুজলের দাগ,
আবার গজিয়ে উঠুক
সবুজ পৃথিবী আর
সমাজ বদ্ধ মানুষ।


রচনা কালঃ ১২/০৩/২০১৫