সুস্বাগতম !
এসো হে পূণ্য পবিত্র বৈশাখ,
বাঙালীর জীবনের নতুন শপথ
তোমারই হাত ধরে।
তোমার প্রথম পরশে  ধন্য
প্রবল আকুতি বারমাসের
সুমসৃন পথের  প্রার্থণা।

হে বৈশাখ,
তুমি ভুলিয়ে দিও
বিগত দিনের যন্ত্রণা।
আগত দিনে দুধে-ভাতে থাকার
আশ্বাস চাই,
নতুন পোশাকে, পরমান্নে পরমানন্দে
ব্যকুল প্রতীক্ষা নতুনত্বের।

হে বৈশাখ,
তুমি যেন নিরাশ কোরোনা,
বাঙালীর, বিশ্ববাসীর
পুষ্পাঞ্জলী গ্রহণ করো।


রচনাকালঃ ১৪/০৪/২০১৫