যাও যাও
কে যেতে বাঁধা দিয়েছে?
অনেক কাঁদিয়েছো-
ব্যথায় ব্যাকুল মায়ের হৃদয়।
বিধবা হয়েছে কত গৃহবধু,
কত নিষ্পাপ শিশুর যাত্রাপথ
ধ্বংস করেছো এক নিমেষে।
যাও, চলে যাও।
স্মৃতি হয়ে থাকো তুমি,
থাকো দৈনিকে রক্তের দাগ হয়ে-
থাকো ধর্ষিতা নারির শরীরের ছাপ হয়ে।
পুলিশ, সি আই ডি আর
সি বি আই-এর ফাইল বন্দি হয়ে।
তোমার বিদায়ে এতটুকু ব্যাথা নেই।
যাও, তুমি যাও।
রচনাকালঃ ১৩/০৪/২০১৫