ঝড়ের পরে আসে বৃষ্টি
আর ব্যর্থতার পরে সাফল্য
শিকারীর অপেক্ষায়
ওঁত পেতে থাকে বিড়াল।
চোঁ চোঁ করে ছুটে গিয়ে
ব্যাঙ ধরে সাপ।
ইঁদুর বা ব্যাঙ কখনোই
স্বেচ্ছায় ধরা দেয়না।
মাৎসন্যায় এখনো আছে,
থাকবে অনন্তকাল।
সমুদ্র মন্থনের গরল
পান করে সৃষ্টিকে
রক্ষা করেছিলেন
দেবাদিদেব মহাদেব।
যে ঝড় উঠেছে-
নীলকণ্ঠ হতে হবে
আমাদের সকলের।
রচনাকালঃ ১১/০৪/২০১৫