নিষ্প্রদীপ রেখোনা সন্ধ্যেবেলা
তুলসীর থান।
বিমূর্ত অন্ধকারে ঐ একফালি
প্রদীপ শিখা।
পথ দেখাবে অগণিত ভবঘুরে
আলো পিপাষুদের-
যাদের নাম ঝরে পড়ে প্রতি সন্ধ্যায়
ঝিঝি পোকার মুখে।
যাদের অস্তিত্ব, যাদের পথ চলা
রাতের অন্ধকারে।
তুলসীতলার দীপ্ত প্রদীপ শিখা
ওদের দিশা।
ওরা দল বেঁধে গান করে এক সুরে
জাতীয় সংগীত।
অন্ধকার রেখোনা আর কখনো
তুলসীতলা।
রচনাকাল : ১০/০৪/২০১৫