এসো
চলে এসো ঝড়ের গতিতে
দুঃখ দিতে চাও তো
আমি প্রস্তুত।
যত খুশি দিয়ে যাও
মাথা পেতে নেব, সুখ আমার
করেছে অচ্ছুত।
এসো
স্পর্শ কর আমার জীবন
সাদা কাগজ,এলোমেলো বর্ণ
আমার সংসার।
অশ্রু বিনা কখনোই কাটেনা প্রহর
দুঃখ সব সহেছে হৃদয়
করেছে সংহার।
এসো
তোমার বাক্যবাণ আর তীক্ষ্ণ দৃষ্টি
আমার আধ পয়সার ছোট্ট ঘরে
বর্ষিত হোক।
শয়ণে স্বপনে তোমার বেশ
আমার মরণে তোমার যেন
জুড়ায় চোখ।
রচনাকালঃ ০২/০৪/২০১৫