কোথাও পা রাখার জায়গা নেই এতটুকু,
শরীরটাকে ভীড়ের মধ্যে ঢোকাতে পারিনি এখনো।
একটা পা অন্যের পায়ের উপর আর
বাকি পা-টি ঝুলছে,
জুতোর রক্ষাকর্তা হয়ে।
জুতো বহন করে চলেছে আমার পা
অসাড় হতে বাকি নেই আর।
জানিনা কতক্ষণ, কতদিন
ঝুলতে হবে এইভাবে।
রচনাকাল: ০৫/০৪/২০১৫