তোমাকে দেখলেই ইচ্ছে জাগে
তোমার সুন্দর দেহাঙ্গে
স্পর্শ করার প্রবল আকাঙ্খা
চেপে বসে প্রাণে।
কী অপূর্ব লতানো সুঠাম দেহ
শাখা প্রশাখায় ভরিয়ে রেখেছ
সারা অঙ্গ প্রত্যঙ্গ।
প্রবল স্পর্শকাতর তোমার অঙ্গ।
আমার হস্ত স্পর্শে শিহরিত হও,
মুদিত নয়নে গুটিয়ে নাও নিজেকে।
কী অপরূপ সৌন্দর্য ঝরে তখন।
আমার হাতের ছোঁয়ায় শিউরে ওঠো।
তুমি যে লজ্জাবতী লতা।
রচনাকাল: ১০/০৩/২০১৫