জাগতিক চেতনায় প্রবহমান জীবন
অতীতের ঐতিহ্য আলোর প্রতিরূপ
সময়ের ব্যবধানে রেখে শুধুই স্মরণ
শতবর্ষ, সার্ধ- শতবর্ষ পালন স্বরূপ
বর্তমানের আধুনিকতা।
বিলীন পদচিহ্ন জেগে ওঠে ছায়ায়
আলোর পথকে আঁকড়ে ধরে চলে
আসমুদ্র হিমাচল ; প্রেমের মায়ায়
স্রোতের বিপরীত অভিমুখের বলে
গাঢ় প্রত্যয়ের দৃঢ়তা।
মৃত্যুর পূর্বে জোটেনা দু’মুঠো ভাত
মুমূর্ষ রোগীর মুখে একদানা ওষুধ
লাশ নিয়ে রাজনীতি থাকেনা তফাত
মহানুভব প্রশংসা আর ভক্তিতে বুদ
ভাষনের ঠ্যালা।
এ জীবন রঙ্গমঞ্চ সত্যিই কী বিচিত্র
মুক-বধির সেলুকাস শুধু দেখে যায়
রঙিন খবর জুড়ে বলাৎকারের চিত্র
রক্ত রাঙানো দৈনিকের প্রথম পাতায়
দাদাদের চ্যালা।
রচনাকালঃ ১৭/০২/২০১৫