পুকুর ভরাট চলছে বাবু
চলছে দিনে ডাকাতি
খাতা কলমে আইন আছে
শুনছেনা কেউ আকুতি।
জলের জায়গা নয় শহরে
গ্রাম ডুববে বর্ষাতে
ট্যাঙ্কের জলেই সব কর্ম
শহর বাসির হর্ষেতে।
কলকাতাতেও পুকুর ছিল
এখন সেথায় ঘরবাড়ি
বৃষ্টি হলেই হাবুডুবু
পালিয়ে যায় ঘরছাড়ি।
পুকুর থাকলে বৃষ্টির জল
থাকতো সেথায় জমা
এ যুগের মানুষ তাকে
করলো না তো ক্ষমা।
তাইতো ডোবে শহর বাসি
একটু হলেই বৃষ্টি
প্রকৃতির সাথে লড়াই বাঁধে
আক্রান্ত হয় সৃষ্টি।
কল দিয়ে জল সরাতে সরাতে
অনেক সময় যায়
সেই সময়ে বৃষ্টির জল
যা কিছু পায় খায়।
তাইতো বলি ভাই বাবুরে
পুকুর ভরাট কোরো না
প্রকৃতির রোসে পড়বে সবাই
ধ্বংসের পথ ধোরো না।
রচনাকালঃ ৩১/০৩/২০১৫