সবুজ আলোর ভরসা পেয়ে
রং মেখেছি মনে,
কবিতার মতো থাকবো বেঁচে
উত্তাল এ যৌবনে।
আলোর স্রোত বন্যা হয়ে
ভাসালো দিক- দিগন্ত
শীতের আগেই মনের পাতায়
উঁকি মারলো বসন্ত।
শর্ত জোড় বাক্য ভরা
হৃদয় মুখী গান
অনাহারে কাটছে প্রহর
কবিতাদের প্রাণ।
ক্ষেতে ক্ষেতে ঝুলতে থাকে
বেগুন ও বরবটি
গোধুলী রাঙা সূর্য বলে
এবার আমার ছুটি।
অন্ধকার যে আসবে নেমে
প্রদীপ এবার জ্বালো
কবিতারা বললো হেকে
আগেই ছিলাম ভালো।
রচনা কালঃ ২১/০৩/২০১৫