প্রকৃতির নিয়মে বেড়ে ওঠে
আগুনের পরশমণি,
উতলে ওঠে যৌবন।
উঁকি মারে পূর্ণিমার চাঁদ
ষোড়শীর জীবনের জানালায়।
আভিজাত্যের সিন্দুকে মোহর বন্দি।
যৌবন মেতে ওঠে
গোধূলীর কোরিওগ্রাফিতে।
রাঙা পায়ের মল আঁটকে
কলমিলতার গায়ে।
থ্রী-কোয়ার্টার আর স্কীন-টাইট
উৎসুক শব্দমালা আর ভি-প্রদর্শনি।
কখনো ভেসে যায় বিলাসী দৃষ্টিজালে
কখনোবা অশ্রুজলের কারণ।
চুরি যায় নান্দনিক মধু।
অধরা থাকে ফুলশয্যার বিছানা,
সাদা কাপড় জড়িয়ে যায়
আলপনা আঁকা অঙ্গে।





রচনাকালঃ ১০/০৩/২০১৫