কে বলেছে-
নিস্তব্ধতা মানে মৃত্যু ?
শিকার ধরার আগে
শিকারী নিস্তব্ধ থাকে-
দৃষ্টি থাকে অপলক।

নিস্তব্ধতা মানে
ঝড়ের পূর্ব লক্ষন-
রাতের প্রহর গোনা
সঠিক সময়ের অপেক্ষা।

নিস্তব্ধতা-
মৃত্যু হতে পারে না।



রচনাকালঃ ২১/০৩/২০১৫