দহনে জ্বলনে হৃদয় খাক
প্রেম ভালোবাসা নিপাত যাক।
স্বার্থের ভালোবাসা চাইনা আর
হেরেছি অনেক, ঠকেছি বারংবার।
প্রাণের টানে ছুটে গেছি কাছে
অনেক হিসাব জমা রাখা আছে।
বারে বারে পুড়ে গেছে আমার মুখ
বারুদের তেজে ঝলসানো সুখ।
পোড়া গন্ধে অতিষ্ঠ এ জীবন
শত শত সুখের হবে মৃত্যু বরণ।
কত শত অশ্রু ঝরেছে নিঝুম রাতে
কতবার ফেটেছে বুক বাক্যের আঘাতে।
আর নয়, না চাইতে অনেক পেয়েছি
হয়তো অজান্তে আঘাতও হেনেছি।
ভুলে যেও সকলে, চাইছি ক্ষমা
ফিরে এসে শোধ দেব যা কিছু জমা।
হে সুন্দর পৃথিবী চাইছি বিদায়
পরের বার হয়ো যেন একটু সদয়।
রচনাকালঃ ২৪/০৩/২০১৫