সারাটা দেশ ঢাকা পড়েছে
এবার আকাশ দখলের পালা,
পথিক! তোমাকে তাকাতেই হবে
উপরের দিকে-
নজর কাড়া হোর্ডিং
তোমার জন্য।
তুমি পড় না পড়
চিত্রাঙ্কন করতেই হবে
মনের ক্যানভাসে।
দখল করেছে রাস্তার ধার
ফাঁকা নেই কোন মোড়
খালি নেই বাড়ির ছাদ
ফাঁকা ছিল-খোলা ছিল আকাশ
এবার চুরি হবে- আকাশ
মুখ ঢাকবে সূর্য,
ভয়ংঙ্কর অন্ধকার ঘনিয়ে আসবে
তবুও থাকবে ফ্লেক্স, পোস্টার, হোর্ডিং
আর ভুরি ভুরি চমকদার-
চটকদার স্লোগান।
রচনাকালঃ ২৩/০৩/২০১৫