এমনই তো হবে
জানা ছিল পূর্বেই,
এককাট্টা হতে হবে সবাইকে।
লাঙল, কোদাল, দা, কাস্তে
জমায়েতের ফিসফিসানি
মুষ্টিবদ্ধ উত্তোলিত হাত
তীক্ষ্ণ দাঁত ও নখের
ত্রাসের জন্ম দেয়।

জোট বাঁধা তো মানবধর্ম
ইতিহাস তাই রচনা করে
দলবদ্ধ লড়াই।
না কাঁদলে-
মা-ও দেয়না বুকের দুধ।
অলস ও বোকাদের
ধোকা খেতে হয়।

দাগ আছে রক্তের
শ্রমিক হিসাব রাখে
মনিবের খাতায়,
খাজাঞ্চিবাবুরা চিরকালই
পান চিবুতে অভ্যস্ত,
সুযোগ পেলেই
সংখ্যার পিঠে শূন্য বসিয়ে
চশমার উপর দিয়ে তাকায়,
অন্ধত্বের সুযোগে।

আর নয়-
চোখ কান খোলা থাক
এককাট্টা হবার সময় এসেছে।



রচনাকালঃ ২১/০৩/২০১৫