সরীসৃপের মতো এঁকে বেঁকে চলছে
ক্রমশ সরু হয়ে যাচ্ছে মন,
দীর্ঘকাল কাটানোর সংকল্প নিয়ে
সংকীর্ণতার ক্যানভাস ধুলোময়।
পূর্ণিমার চাঁদে কলঙ্ক খুঁজতে খুঁজতে
ঝাপসা হয়ে আসে স্বার্থের দৃষ্টি।
ব্যর্থ শৃগালের মতো দীর্ঘশ্বাস ফেলে
শরীর জুড়ানো লিকলিকে শান্ত্বনা,
শ্রীফল পাকলে কাকের কী!
এ তো মুখের কথা-
মনের ভাষা নয়,
অরণ্যের রোদন আর লকলকে জিভ
নিবিড় নেশায় মাতাল।
মাকড়শারা ক্ষুধার্ত হৃদয়ে
জাল বুনতে থাকে,
পতঙ্গের অপেক্ষার।

রচনাকালঃ ২০/০৩/২০১৫