প্রখর রৌদ্র
বটবৃক্ষের ছায়া চাই,
অস্থির সময়ের হাতছানি
স্থিরতার ভাষা জানা নেই।
সন্ত্রাসের হৃৎপিণ্ড
দ্বিগুন ত্বরণে কম্পিত।
কলুহিত বাতাস আর কলরব
উত্তপ্ত বাক্যের প্রতিফলন।
আড্রিনালিনের ক্ষরণ কমেছে,
অসংযমী বাতাসে
উড়তে থাকে শুকনো পাতা,
দড়ি টানাটানি চলছেই।
দিনের মধ্যভাগে
বিশ্রাম চাই,
এক চিলতে শীতল ছায়ায়।



রচনাকালঃ ১৭/০৩/২০১৫