খোলা দরজা, জানালা
ঢুকে পড়েছে ঘরে
অবাধ্য কান্না।
এলোপাতাড়ি চুম্বন
পাগল করেছে, আমাকে।
ঘুমের মধ্যেও রেয়াত করেনা,
স্বপ্নেও না।
অভিমান ভুলে গেছি
আর বালিশ ভেজে না।
গুমরে গুমরে কান্নার বিজ্ঞাপন।
অশ্রু নেই-
তাই মোছানোর জন্যও
কেউ নেই।
বিস্ময় আর হতবাক
অভ্যাস হয়ে গেছে
কান্নার তরে
নিরন্তন।