কেউ কখনো মগ-ডালে উঠেছেন?
নীচে দাঁড়িয়ে থাকা
কাউকে দেখেছেন কখনো?
আমি দেখেছি।
বহুতল থেকে পিপঁড়ের সারি।
নিজেকে বড় মনে হয়,
কখনো ভাবিনি
আমার উপরে কেউ
থাকতে পারে।
চোরের উপর বাটপাড়ি!
সবার উপর ঈশ্বর
মানুষ সত্য,
তার উপরে কেউ নেই।
সত্য উপলব্ধির থেকে
বড় কিছু হয়না।
সত্যের তরে আমরা
আমাদের তরে সত্য।