বাঁচতে এসেছি এ ভবে
পালাতে নয়,
রাখতে এসেছি কিছু
স্মৃতি করে।
যদি তোমরা কিছু পাও
আমার থেকে,
সেটাই আমার পাওয়া।
ভালোবাসতে এসেছি
কথা দিয়েছিলাম
সারা বিশ্বের কাছে
ঋণি আমি।
অনেক পেয়েছি
চাওয়ার থেকে বেশী।
পালাবোনা কখনোও
ঝড়ের পর বৃষ্টি
আর বৃষ্টির পর
আসে ঝলমলে রোদ।
পৃথিবী আবার শান্ত হবে
আমার বিশ্বাস।